বিবিধ

নিলামে তোলা হচ্ছে গান্ধীর স্বর্ণে মোড়ানো চশমা

নিলামে তোলা হচ্ছে মহাত্মা গান্ধীর একটি গোল্ড প্লেটেড (স্বর্ণে মোড়ানো) চশমা। নিলামকারীদের অনুমান ওই চশমার দাম উঠতে পারে ১০ হাজার পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় ১১ লাখ ১১ হাজার ২৬৫ টাকারও বেশি।

এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের ব্রিস্টল অকশন সংস্থার অফিসের লেটার বক্সে একটি খামে মুড়ে ওই চশমা রেখে দিয়ে যান একজন। সংস্থার কর্মকর্তা অ্যান্ডি স্টো জানিয়েছেন, ওই চশমাটির দাম কত হতে পারে জেনে চমকে গিয়েছিলাম।

ইংল্যান্ডের এক বয়স্ক ব্যক্তির হেফজতে ছিল চশমাটি। চশমাটি অনলাইনে দাম উঠেছিল ছয় হাজার পাউন্ড। ওই ব্যক্তিকে তার বাবা বলেছিলেন, চশমাটি তাকে দিয়েছিলেন তার কাকা। তিনি ১৯১০ থেকে ১৯৩০ পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় ব্রিটিশ পেট্রোলিয়ামে চাকরি করতেন। তাকে চশমাটি উপহার দিয়েছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী।

স্টো জানিয়েছেন, চশমাটির দুটি ডান্ডা গোল্ড প্লেটেড করা, দুটি কাচ সোনার পানিতে রঙ করা পাত দিয়ে জোড়া। ব্রিটিশ পেট্রোলিয়ামে কাজ করার সময় ওই বৃদ্ধ ব্যক্তির বাবার কাকাকে মহাত্মা গান্ধী উপহার হিসেবে দিয়েছিলেন ওই চশমাটি। এমনটাই মনে করা হচ্ছে।

শোনা যায় গান্ধী প্রায়ই তাঁর ব্যবহৃত জিনিসপত্র তাঁর পরিচিতদের উপহার হিসেবে দিতেন। এই চশমাটিও সেরকম হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + eleven =

Back to top button