এবারের বন্যা দীর্ঘস্থায়ী হতে পারে, সে অনুযায়ীই প্রস্তুতি নিচ্ছে সরকার। পরিস্থিতি মোকাবিলায় দলের নেতা-কর্মীদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভায় ফোনে যুক্ত হয়ে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বন্যা কবলিত এলাকায় দুর্গতদের পাশে দাঁড়াতে স্থানীয় নেতাদের নির্দেশ দেন তিনি।
এসময় ১৯৯৮ সালের দীর্ঘস্থায়ী বন্যার প্রসঙ্গ টানেন প্রধানমন্ত্রী। করোনা মহামারির কারণে এবার শোকের মাস আগস্টে সীমিত কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি। দেশবাসীকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।