‘মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজ’-এর দ্বিতীয় ম্যাচে সফরকারী নেপালে সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। তাই এক জয় ও এক ড্রয়ে ১-০ ব্যবধানে সিরিজ জিতেছে লাল-সবুজের দল।
অবশ্য সিরিজের প্রথম ম্যাচ ২-০ গোলে জিতেছিল বাংলাদেশ। তাই এদিন জয় না পেলেও সিরিজ জয়ের সাফল্য ঘরে তোলে জামাল ভুঁইয়ারা।
আজ মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দুই দলই আক্রমণ ও পাল্টা আক্রমণে খেলে থাকে। কিন্তু গোলের দেখা পায়নি কোনো দলই।
সর্বশেষ ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এরপর এক যুগের বেশি সময় পর এই সাফল্য পেল লাল-সবুজের দল।
অবশ্য ২০১৮ সালে ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপে এই নেপালের কাছে হেরেছিল বাংলাদেশ। একই বছর বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনালে বুরুন্ডির কাছে ৩-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকেই বিদায় নিয়েছিল বাংলাদেশ।
এদিকে বাংলাদেশ দলের প্রধান কোচ জেমি ডে করোনায় আক্রান্ত হয়েছেন। গত শুক্রবার নেপালের বিপক্ষে প্রথম ম্যাচের পর দলের সব খেলোয়াড় ও কোচিং স্টাফের করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় জেমির করোনা পজিটিভ আসে। তিনি রাজধানীর একটি হোটেলে আইসোলেশনে রয়েছেন। তিনি মাঠে না থাকলেও দলের খেলায় কোনো প্রভাব পড়েনি।