নোয়াখালীতে বিবস্ত্র করে নারী নির্যাতনঃ অটোরিকশা চালক থেকে আওয়ামী লীগ নেতা সেই দেলোয়ার
নোয়াখালীতে বেগমগঞ্জে বিবস্ত্র করে নারী নির্যাতনের মূল হোতা দেলোয়ার অটো রিকশা চালক থেকে আওয়ামী লীগ নেতা হয়েই তার অপরাধের বিস্তার ঘটাতে থাকেন। হয়ে ওঠেন দেলোয়ার বাহিনীর প্রধান।
দুবছর আগেও অটোরিকশা চালাতো দেলোয়ার, পরবর্তীতে সন্ত্রাসী সুমন বাহিনীর সাথে পরিচয় এবং এরসাথেই ছিনতাইয়ে জড়িয়ে পড়ে সে। সুমন বাহিনীর মাধ্যমেই স্থানীয় ক্ষমতাসীন দলের নেতার সান্নিধ্যে আসে দেলোয়ার এবং মাদক ব্যবসা শুরু করে, ধীরে ধীরে ক্ষমতা বাড়ার সাথে বেপরোয়া হয়ে ওঠে/
এরই ধারাবাহিকতায় ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে গঠন করা স্থানীয় হৃদয় বাহিনীর সন্ত্রাসীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নিজেও বাহিনী গড়ে তোলে দেলোয়ার। অভিযোগ রয়েছে, এসময় স্থানীয় এক নেতা তাকে প্রশ্রয় দেন।
এ কারণে দেলোয়ার গ্রেপ্তার হলেও ভয়ে মুখ খুলতে রাজি নন স্থানীয়রা। তার সন্ত্রাসী বাহিনীর পৃষ্ঠপোষক হিসেবে স্থানীয় সংসদ সদস্য এবং মেয়র একে অন্যকে দুষছেন।
বেগমগঞ্জের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন অভিযোগ করেন, এলাকায় এমন বেশ কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীকে ক্ষমতাসীন দলের কয়েকজন নেতা মদদ দিচ্ছেন।
সংসদ সদস্যের বক্তব্যের সাথে ভিন্নমত প্রকাশ করেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সল।