ন্যাড়া হলেন প্রতিমন্ত্রীও!
গত ২৬ মার্চ থেকে চলা লকডাউনের কারণে দেশে জরুরি সেবা ও পণ্য ছাড়া সব ধরনের গণপরিবহন ও দোকানপাট বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে সেলুনও।
এতে সেলুনের প্রয়োজনীয় কাজ বা চুল কাটা নিয়ে বিপাকে পড়ছে সাধারণ জনগন। তাই অনেকেই প্রিয়জনের সহযোগিতা নিয়ে চুল কাটছেন বা ন্যাড়া হচ্ছেন। আর এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে নিজেদের অনুভূতিও প্রকাশ করছেন। আর এদের বেশির ভাগই তরুণ। আর এ অনুভূতি প্রকাশ করতে বাদ যাননি তরুণদের প্রিয়মুখ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আজ শনিবার তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে চারটি ছবি পোস্ট করে লিখেন, “ঘরে থাকতে সবারই কষ্ট হচ্ছে! অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি! তার মধ্যে একটা অন্যতম সমস্যা হচ্ছে মাথার চুল বড় হয়ে যাওয়া! সমস্যার সমাধান কী হতে পারে?
সমাধানে সহযোগিতা করল আমার প্রিয়তমা স্ত্রী কনিকা!
আর আমার সঙ্গী হলো আমার ছোট ছেলে অনির্বাণ!
Thanks Arifa Jesmin Konika”