শোবিজ

‘ন ডরাই’ আমন্ত্রণ পেল এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে

স্টার সিনেপ্লেক্স প্রযোজিত ছবি ‘ন ডরাই’ ‘১৪ তম এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস’ প্রতিযোগিতায় আমন্ত্রণ পেয়েছে। প্রতিযোগিতায় ‘ফিকশন ফিল্ম’ ক্যাটাগরিতে মনোনয়নের জন্য আমন্ত্রিত হয়েছে ছবিটি।

আগামী অক্টোবরে চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশিত হবে। ২৬ নভেম্বর অস্ট্রেলিয়ার ব্রিসবেনে পুরস্কার প্রদান করা হবে। এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৭০টি দেশের চলচ্চিত্রের মধ্যে সেরা ছবিগুলো এ প্রতিযোগিতায় পুরস্কৃত হয়।

স্টার সিনেপ্লেক্সের মালিক মাহবুবুর রহমান বলেন, ‘দেশের সিনেমাপ্রেমী মানুষের জন্য বিশ্বমানের আধুনিক সিনেমা হল উপহার দেওয়ার পাশাপাশি চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নিতে স্টার সিনেপ্লেক্সের নানামুখী প্রয়াস বিশেষভাবে প্রশংসিত। দেশীয় চলচ্চিত্রের পৃষ্ঠপোষকতায় এই মাল্টিপ্লেক্স সিনেমা হল কর্তৃপক্ষ বরাবরই সচেষ্ট।’

তিনি বলেন, ‘গতাণুগতিকতার বাইরে গিয়ে ভিন্নধর্মী সিনেমা নির্মাণের চ্যালেঞ্জ নিয়ে চলচ্চিত্র নির্মাণেও যুক্ত হয়েছে স্টার সিনেপ্লেক্স। ‘‘ন ডরাই’’ আমাদের প্রথম সিনেমা। তাই এ ধরনের একটি আন্তর্জাতিক পুরস্কারের জন্য প্রতিযোগিতায় ছবিটির আমন্ত্রণ পাওয়া নিঃসন্দেহে আমাদের জন্য সুখকর।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + thirteen =

Back to top button