পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে
স্বাস্থ্যগত সমস্যার কারণে পদত্যাগ করতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।
এপির এক প্রতিবেদনে বলা হয়, বিষয়টি তাৎক্ষণিকভাবে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিশ্চিত করা না গেলেও, এ বিষয়ে দলীয় সদর দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সাথে অ্যাবে সাক্ষাৎ করবেন বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে জানতে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির একজন মুখপাত্রকে ফোন দেয়া হলেও তিনি তা রিসিভ করেননি।
এ গ্রীষ্মের শুরুর দিক থেকে শিনজো অ্যাবের দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলো নিয়ে উদ্বেগ দেখা দেয়। এছাড়া চলতি মাসে স্বাস্থ্যের অবস্থার অবনতি হওয়ায় টোকিওর এক হাসপাতালে পর পর দুই সপ্তাহ তিনি চেকআপের জন্য যান।
এর আগে অন্ত্রে প্রদাহের সমস্যা নিয়ে ২০০৭ সালেও ক্ষমতা ছেড়েছিলেন অ্যাবে।
এরপর ২০১২ সালে পার্লামেন্টের নিম্নকক্ষে বড় জয়ে আবারও প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তিনি। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাট পার্টির প্রধান হিসেবে আগামী বছরের সেপ্টেম্বরে তার মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।
জাপানের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় রয়েছেন শিনজো অ্যাবে।