পবিত্র মক্কা-মদিনায় চালু হলো দ্রুত গতির ট্রেন
পবিত্র হজ্জ, ওমরা পালনকারি এবং মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে কয়েক বছর আগে সৌদি আরব যে বিলিয়ন ডলারের প্রকল্প বাস্তবায়ন শুরু করে তা বুধবার থেকে পুনরায় চালু হচ্ছে। এই ট্রেনের যাত্রা গত বছর শুরু হলেও কোভিড মহামারীর কারণে তা বন্ধ করে দেওয়া হয়েছিলো। এখন সপ্তাহে ৫ দিন চলবে এই ট্রেন। খবরঃ সৌদি গেজেট, আল-আরাবিয়া, গালফ নিউজ
জানা গেছে কোভিড মহামারির কারনে কঠোর স্বাস্থ্যবিধি মেনে ট্রেনটি পবিত্র মক্কা, মদিনা, জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দর ও সর্বশেষ কিং আবদুল্লাহ ইকোনমিক সিটিতে চলবে। প্রতিদিন ২৪ থেকে ৩০ বার যাতায়াত করবে এসব ট্রেন। রমজানে প্রয়োজনে ৪০ থেকে ৫৪ বারও যাতায়াত করবে দ্রুতগতির এ ট্রেন।
১৫ মার্চ থেকে ট্রেন কতৃপক্ষের ওয়েবসাইটের মাধ্যমে টিকেট বুকিং কার্যক্রম শুরু হয়েছে। ট্রেনে ওঠার আগে করোনা অ্যাপের মাধ্যমে যাত্রীদের তাপমাত্রা পরীক্ষা করা হবে। নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য প্রতি ট্রিপে মাত্র ২শ যাত্রী নেওয়া হবে।