পরীক্ষার্থীদের জন্য ব্যথিত তাপস
ভোটের জন্য এসএসসি পরীক্ষা পিছিয়ে দেয়ায় পরীক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
রোববার নির্বাচর্নী প্রচারণা চালানোর সময় তিনি বলেন, জীবনের গুরুত্বপূর্ণ এই পরীক্ষার জন্য সবারই আলাদা প্রস্তুতি থাকে। পরীক্ষা পেছানো হলে সেই প্রস্তুতিতে স্বাভাবিকভাবে ব্যাঘাত ঘটে। আমি ব্যক্তিগতভাবে মনে করি ভোট না পিছিয়ে এগিয়ে নিলে আরো ভালো হতো। পরীক্ষার্থীদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
তবে তিনি নির্বাচন কমিশনের নেয়া সিদ্ধান্তকে সাধুবাদ জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ৩০শে জানুয়ারি সরস্বতী পূজার দিনের নির্বাচন পিছিয়ে নেয়া হয় ১লা জানুয়ারি।
গতকাল রাজধানীর আরামবাগ মতিঝিল এবং গুলিস্তান এলাকায় টানা দশম দিনের মতো গণসংযোগ করেন তাপস। আরামবাগ এলাকায় নির্বাচনী প্রচারণার এক পথসভায় বলেন, আপনারা আমাকে পহেলা ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিন, আমি আপনাদের ৫ বছর সময় দেব। রাজধানীর জনগণ আর অবহেলিত থাকবে না। একটি মেট্রোপলিটন সিটিতে যা যা সুবিধা থাকে সকল সুবিধা আপনাদের দোড়গোড়ায় পেয়ে যাবেন। আমরা উন্নত ও সচল ঢাকার কথা বলেছি। এটি জনগণ স্বতস্ফূর্তভাবে গ্রহণ করেছে। আমাদের গণসংযোগে জনগণের উপস্থিতি প্রমাণ করে নৌকা বিপুল ভোটে জয় লাভ করবে। আমি গণসংযোগে যতো বেশি মানুষের কাছে যেতে পারবো ততো বেশি ভোটে জয় পাবো।
এসময় তিনি আরামবাগ এলাকার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আওয়ামী লীগ সমর্থিত মো. মোজ্জামেলের জন্য ভোট চান। আরামাবাগে তাপসের ছোট বেলা কেটেছে। সেই বাড়িতে যান তাপস। সেখানে থাকা অনেক প্রতিবেশী তার সঙ্গে দেখা করেন। তাপস তাদের কাছে দোয়া প্রার্থনা করেন। তাপস আরেকটি পথসভায় বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। আগামী ১লা ফেব্রুয়ারি একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।