Lead Newsস্বাস্থ্য ও চিকিৎসা

পর্যায়ক্রমে দেশের সব মানুষই ভ্যাকসিন পাবেঃ স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ভারতের সিরাম ইন্সটিটিউট বেক্সিমকো ফার্মার মাধ্যমে বাংলাদেশকে ৩ কোটি ভ্যাকসিন প্রদান করলে সরকার পর্যায়ক্রমে আরো ভ্যাকসিন আমদানি করে দেশের সব মানুষকেই দেয়ার পরিকল্পনা নিয়েছে।

আজ ৮ নভেম্বর,রবিবার,সচিবালয়স্ত স্বাস্থ্যমন্ত্রীর অফিস কক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মি. মুস্তফা ওসমান তুরান।

সাক্ষাৎকালে উভয় নেতা নিজ নিজ দেশের স্বাস্থ্যখাত প্রসঙ্গে আলোচনা করেন।

বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশের করোনা পরিস্থিতি প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী জানান,গত ৫ নভেম্বর,বৃহস্পতিবার ভারতের সিরাম ইন্সটিটিউট,বাংলাদেশের বেক্সিমকো ফার্মা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে করোনা ভ্যাকসিন সংক্রান্ত একটি ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়।

চুক্তি অনুযায়ী ভারতীয় কোম্পানীটি দেশীয় বেক্সিমকো ফার্মার মাধ্যমে বাংলাদেশকে ৩ কোটি ভ্যাক্সিন প্রদান করবে।বাংলাদেশ সরকার প্রথমে ৩ কোটি ভ্যাক্সিন দিয়ে করোনা প্রতিরোধে কাজ শুরু করলেও পর্যায়ক্রমে আরো ভ্যাক্সিন আমদানি করে দেশের সব মানুষকেই ভ্যাক্সিন দেয়ার পরিকল্পনা নিয়েছে সরকার।

উভয় নেতা আলোচনাকালে করোনা ইস্যু ছাড়াও রোহিঙ্গা ইস্যু,কমিউনিটি ক্লিনিক সেবা,দেশের হাসপাতাল কার্যক্রম,হাম-রুবেলা টীকা,করোনার সেকেন্ড ওয়েভ সামলানো,উভয় দেশের পারষ্পরিক সম্পর্ক উন্নয়ন ও জোরদার করা প্রসঙ্গেও আলোচনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =

Back to top button