আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হবেন ঠিক করব আমি; আব্বাস সিদ্দিকী

পশ্চিমবঙ্গের মসনদে মুখ্যমন্ত্রী হিসেবে কে বসবেন তা ঠিক করব আমি। বৃহস্পতিবার মধ্যমগ্রামের জনসভা থেকে এই বার্তা দিলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী। বাম এবং কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার পর আইএসএফই যে বড় ফ্যাক্টর হবে তা জানান আব্বাস। বলেন, হ্যাং বিধানসভা হলে তার দলই নির্ণায়ক হবে। তখন তিনি ঠিক করবেন কে হবেন মুখ্যমন্ত্রী। তলায় তলায় আব্বাসের সঙ্গে কি বিজেপির যোগাযোগ তাহলে চলছে? আব্বাস জানালেন, বিজেপির সঙ্গে আইএসএফ যাবে না। তৃণমূলের সঙ্গেও সখ্য নয়। নিজের শর্তেই আইএসএফ ভোটে লড়বে।  আব্বাসকে চূড়ান্ত সাম্প্রদায়িক বলে উল্লেখ করে রাজ্যের বর্ষীয়ান মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেছেন যে, তিনি কখনও কল্পনা করেননি যে বাম-কংগ্রেস সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মেলাবে।

কিন্তু যে আব্বাস নুসরাত জাহানকে মুসলিম রীতি পালন না করার জন্যে দেহব্যবসায়ী বলেন, ববি হাকিম দূর্গাপুজো করেন বলে তাকে কাফের বলেন, তিনি সাম্প্রদায়িক ছাড়া কি? আব্বাস সিদ্দিকী বলেছেন, সাম্প্রদায়িকতার ট্যাগ ঝুলিয়ে কিছু হবে না। বৃহত্তম  ব্রিগেড করে বুঝিয়ে দিয়েছি মানুষ আমার সঙ্গে আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + four =

Back to top button