অপরাধ ও দূর্ঘটনা

পাঁচ নারীসহ ৭ ভারতীয় নাগরিক আটক; বিএসএফের কাছে হস্তান্তর

সিলেটের সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় পণ্যসহ ৫ নারী ও ২ পুরুষকে আটকের পর বিএসএফের কাছে পুশব্যাক করেছে বিজিবি।

মঙ্গলবার বিজিবির শ্রীপুর ও জৈন্তাপুর ক্যাম্পের সদস্যরা এ অভিযান চালান। এ সময় মাইক্রোবাস ও ভারতীয় পণ্য উদ্ধার এবং ৫ নারী ও ২ পুরুষসহ ৭ ভারতীয় নাগরিককে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ বিজিবির শ্রীপুর কোম্পানি কমান্ডার ইব্রাহিমের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ভারতীয় পণ্য বহনকারী একটি মাইক্রোবাস ধাওয়া করে ১৯ বিজিবির আওতাভুক্ত এলাকা উপজেলা সদরে আটক করতে সক্ষম হয়। পরে ১৯ বিজিবির জৈন্তাপুর ক্যাম্পের কাছে ভারতীয় পণ্যসহ লাইটেস গাড়ি হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে শ্রীপুর আসামপাড়া এলাকা হতে গোপন সংবাদের ভিত্তিতে ৫ নারীসহ সন্দেহজনক ৭ ভারতীয় নাগরিককে আটক করে ৪৮ বিজিবির শ্রীপুর ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। এরপর মঙ্গলবার বিকালে তাদের বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে শ্রীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. ইব্রাহিম আটকের কথা স্বীকার করে বলেন, সন্দেহভাজন ৭ নাগরিক আটক করা হয়েছে। এর মধ্যে ৫ জন নারী ও ২ জন পুরুষ। তারা প্রথমে বাংলাদেশের শ্রীমঙ্গলের বাসিন্দা বলে দাবি করেন। পরে নিশ্চিত হওয়া যায় এরা ভারতের নাগরিক। তাদের বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × two =

Back to top button