পাকিস্তানের বিমান বাহিনীতে প্রথম হিন্দু পাইলট রাহুল
পাকিস্তান বিমান বাহিনীর পাইলট রাহুল দেব রেকর্ড গড়লেন। জেনারেল ডিউটি পইলট হিসেবে ৩৪ বছর বয়সী রাহুল বিমান বাহিনীতে যোগ দিয়েছেন। ভারত ভাগের ৭৩ বছরেও দেশটিতে তার আগে এমন একজনও পাইলট ছিলেন না যিনি হিন্দু ধর্মাবলম্বী।
দেশটির গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে। তাতে বলা হচ্ছে, পাকিস্তানের বিমান বাহিনীর বিভিন্ন বিভাগে মুসলিম বাদে অন্যান্য ধর্মের মানুষ কাজ করেন। তবে এই প্রথম হিন্দু ধর্মাবলম্বী কেউ পাইলট হওয়ার সুযোগ পেল দেশটিতে।
পাকিস্তানের বিমান বাহিনীতে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত বলে তিনি গণমাধ্যমে তার অনুভূতি ব্যক্ত করেছেন। এদিকে ‘অল পাকিস্তান হিন্দু পঞ্চায়েত’ নামে হিন্দু ধর্মাবলম্বীদের একটি সংগঠনের সম্পাদক রবি দাওয়ানি পাইলট হিসেবে রাহুল দেবের নিয়োগে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
তিনি বলেন, পাকিস্তানে সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকেই সিভিল সার্ভিস এবং সামরিক বাহিনীতে কাজ করছেন। সরকারি চাকরিতেও এই সংখ্যাটা অনেক। তবে বিমান বাহিনীতে রাহুলের পাইলট হিসেবে নিয়োগের বিষয়টি নিঃসন্দেহে ঐতিহাসিক।
রবি দাওয়ানি মনে করেন, সরকার যদি পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের আরও মনোযোগী হয় তাহলে এমন আরও অনেক রাহুল উঠে আসবে।