আইপিএলের চলতি মৌসুমে নিজেদের প্রথম তিন ম্যাচের দুটিতেই ব্যাটিং তাণ্ডব দেখিয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাব। কিন্তু গতরাতে মুম্বাই ইন্ডিয়ান্স এর বিপক্ষে সুবিধা করতে পারেনি পাঞ্জাব । ১৯১ রানের বিপক্ষে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৪৩ রান করেই সাঝঘরে ফিরতে হয়েছে পাঞ্জাবকে । ম্যাচ হেরেছে ৪৮ রানে ।
এদিকে চার ম্যাচে দ্বিতীয় জয় পাওয়া মুম্বাই ইন্ডিয়ান্স পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে বসেছে। দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয়ও দুটি করে। তবে রান রেটে সবার চেয়ে এগিয়ে মুম্বাই।
সংক্ষিপ্ত স্কোর :
মুম্বাই ইন্ডিয়ান্স : ২০ ওভারে ১৯১/৩।
কিংস ইলিভেন পাঞ্জাব : ২০ ওভারে ১৪৩/৮।
ফল : ৪৮ রানে জয়ী মুম্বাই ইন্ডিয়ান্স।
ম্যান অব দ্য ম্যাচ : কাইরন পোলার্ড (মুম্বাই ইন্ডিয়ান্স)।