পানিবন্দি মানুষের জন্য কাঁধে করে ত্রাণ পৌছালেন নারায়ণগঞ্জে সিটি করপোরেশনের নারী কাউন্সিলর দিনা
নেই রাস্তা ঘাট। কোথাও কোমর সমান আবার কোথাও হাঁটু পরিমান পানি। নিজের এক কাঁধে নিয়েছেন ত্রাণের প্যাকেট সাথে টিমের সদস্যদের কাধে তুলে দিয়েছেন ত্রাণের আরো প্যাকেট। ডিএনডির জলাবদ্ধতার শিকার নিদারুন কষ্টে থাকা মানুষের জন্য সোমবার এভাবেই ত্রাণ নিয়ে ছুটেছেন নারায়ণগঞ্জে সিটি করপোরেশনের নারী কাউন্সিলর (৭,৮,৯) নং ওয়ার্ডের জনপ্রতিনিধি আয়শা আক্তার দিনা।
তিনি একাধারে নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক। করোনাকালে গর্ভবতী নারীদের বিপদে এগিয়ে এসে ইতোমধ্যে বেশ আলোচিত হয়েছেন এ নারী কাউন্সিলর। তার সহযোগিতা অনেক নবজাতককে দেখিয়েছে পৃথিবীর আলো।
জলাবদ্ধতার শিকার মানুষের জন্য ত্রাণ নিয়ে ছুটে যাওয়া কাউন্সিলর আয়শা আক্তার দিনা জানান, আলহামদুলিল্লাহ আজ (সোমবার) আমার মেয়রের (ডা: সেলিনা হায়াৎ আইভী) নির্দেশে আমার নির্বাচিত ৮ ও ৯ নং ওয়ার্ড এর মধ্যবর্তী স্থান মধুগড় এলাকায় ডিএনডির পানিবন্দী মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী পৌছে দিলাম। এই এলাকার মানুষ পুরো বর্ষাকালজুড়ে পানিবন্দী থাকে। এমন অনেক পরিবার আছে তাদের ঘরে কোনো খাবার নেই। তাই আমার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড এর স্বেচ্ছাসেবক টিম এর সহোযোগিতায় পানিবন্দী ঘরে ঘরে গিয়ে খাবার সামগ্রী পৌছে দিয়ে আসি।
তিনি জানান, এখানে ত্রাণ নিয়ে যাওয়ার জন্য কোন রিক্সা বা বাহন যাওয়ার উপায় নেই। তাই আমি ও আমার স্বেচ্ছাসেবক টিম সবাই ত্রাণের প্যাকেট নিজেদের কাধে বহন করে বাড়ি বাড়ি খাবার পৌছে দেই। এই এলাকার রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। করোনা মহামারীতে আপাতত রাস্তা নির্মাণের কাজ স্থগিত। তাই বর্ষা মৌসুম শেষ হলে ইনশাআল্লাহ বাকি রাস্তার কাজ সম্পন্ন হয়ে যাবে।
তিনি জানান, ডি এন ডি প্রকল্পের কাজ সেনাবাহিনীর মাধ্যমে চলছে। আশা করি খুব দ্রুত ডিএনডি বাসী জলাবদ্ধতার কষ্ট দূর হবে।