পানির বদলে ১২টি নলকূপ থেকে আগুন বের হয়!
নলকূপ থেকে সাধারণত পানি বের হয়। কিন্তু ভারতের উত্তর ২৪ পরগনার দেগঙ্গার চাকলার মঞ্জিলহাটির একটি গ্রামের ১২টি নলকূপ দিয়ে পানির বদলে আগুন বের হচ্ছে!
সংবাদমাধ্যম ইন্ডিয়া এক্সপ্রেসের এক প্রতিবেদন বলা হয়েছে, ১২ থেকে ১৫ দিন ধরে ওই নলকূপ গুলোতে অস্বাভাবিক কিছু দেখা যাচ্ছে। স্থানীয়দের দাবি, কল থেকে মাঝে মধ্যেই প্রচণ্ড শব্দ বের হতো। এরপর নলকূপ পাম্প করতেই আগুন জ্বলে উঠে।
এমন ঘটনার পর ওই এলাকাটি পরিদর্শনে যান ইঞ্জিনিয়াররা। এ সময় খবর দেওয়া হয় দমকল বাহিনীকেও। আপাতত নলকূপগুলো সিল করে দেওয়া হয়েছে।
কিন্তু কেন নলকূপ থেকে আগুন বের হচ্ছে? এমন প্রশ্ন এলাকাবাসীদের।
তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নলকূপের মুখ থেকে গ্যাস বের হচ্ছে। ফলে আগুন জ্বলে উঠছে।
দেগঙ্গার বিডিও সুব্রত মণ্ডল বলেন, মঞ্জিলহাটি গ্রামের ১২টি কল থেকে গ্যাস বেরোচ্ছে। এ জন্য আমরা কলগুলোকে সিল করে দিয়েছি। যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। এই পরিস্থিতি মোকাবিলা করার মতো তেমন কোনো ব্যবস্থা নেই আমাদের কাছে। ওই ঘটনার পর থেকে প্রতিনিয়ত আমরা নজর রাখছি।
তিনি বলেন, এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করি, খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।