পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ক্রিকেটের ২০২০ সালের আসরের জন্য ঘোষিত খেলোয়াড় নিলামের তালিকায় গোল্ড ক্যাটাগরিতে সুযোগ পেয়েছেন বাংলাদেশের ১০ জন ক্রিকেটার।
আগামী বছরের ফেব্রুয়ারিতে হবে পিএসএলের পরবর্তী আসর। সে আসরের নিলামের জন্য খেলোয়াড় তালিকা প্রকাশ করেছে পিসিবি।
সে তালিকার গোল্ড ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে রয়েছেন মেহেদি হাসান মিরাজ, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, মোহাম্মদ মিঠুন, আমিনুল ইসলাম বিপ্লব, আল আমিন হোসেন, আবুল হাসান ও অলক কাপালি।
এই নিলামের গোল্ড ক্যাটাগরিতে রয়েছেন আরও ১৩৪ জন বিদেশি খেলোয়াড়। সবমিলিয়ে ১৪টি দেশ থেকে মোট ১৪৪ জন ক্রিকেটার গোল্ড ক্যাটাগরিতে সুযোগ পেয়েছেন। বাংলাদেশের ১০ জন ছাড়াও ইংল্যান্ডের ৪৮, ওয়েস্ট ইন্ডিজের ৪০, শ্রীলঙ্কার ১৯, আফগানিস্তানের ৬, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের চারজন করে ক্রিকেটার আছেন। তিনজন করে সুযোগ পেয়েছেন আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে থেকে। কানাডা, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র থেকে আছেন একজন করে।