২০০৯ সালের ২৫-২৬শে ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনীর শহীদ সদস্যদের ১২তম শাহাদতবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন হয়েছে।
আজ সকাল ৯টায় বনানীতে সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় শহীদ সেনাসদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন।
রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনীর ভারপ্রাপ্ত প্রধান রিয়ার এডমিরাল এম আবু আশরাফ, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলামসহ অনেকেই শহীদদের কবরে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।