পি কে হালদারের বান্ধবী অবন্তিকা ৩ দিনের রিমান্ডে
কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের দায়ে অভিযুক্ত প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারের বান্ধবী অবন্তিকা বড়ালকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পি কে হালদার এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক।
ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ আজ বুধবার বিকেলে অবন্তিকা বড়ালকে তিন দিনের রিমান্ডের এ আদেশ দেন।
এর আগে আজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক সালাউদ্দিন রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে অবন্তিকাকে গ্রেপ্তার করেন।
এর পর বিকেলে তাকে আদালতে হাজির করা হয় এবং তিন দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, পি কে হালদারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। ইতোমধ্যে দুদক সাড়ে ৩ হাজার কোটি টাকা পাচারের প্রমাণ পেয়েছে। যা নিজের ও বিভিন্ন আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধীর অ্যাকাউন্ট থেকে পাচার করা হয়েছে।
পি কে হালদার বর্তমানে বিদেশে পলাতক রয়েছেন। তবে তিনি কোন দেশে আছেন তা এখনো নিশ্চিত নয়। সম্প্রতি তাকে গ্রেপ্তারে বাংলাদেশ পুলিশের আহ্বানে রেড অ্যালার্ট জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল।