পুঁজিবাজারে এখন রবির সর্বোচ্চ আইপিও
প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ছেড়ে পুঁজিবাজার থেকে ৫২৩ কোটি ৮০ লাখ টাকার মূলধন সংগ্রহের অনুমতি পেয়েছে টেলিযোগাযোগ খাতের কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড।
এর ফলে রবি আজিয়াটা দেশের সর্ববৃহৎ আইপিওধারী হলো বলে ইস্যু ব্যবস্থাপক আইডিএলসি ইনভেস্টমেন্টস জানিয়েছে।
এর আগে পুঁজিবাজারে সর্বোচ্চ আইপিও ছিল টেলিযোগাযোগ খাতে শীর্ষ কোম্পানি গ্রামীণফোনের, ৪৮৬ কোটি ৮ লাখ টাকা।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবি আজিয়াটা লিমিটেডের আইপিও অনুমোদনের কথা জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আইপিও আবেদনে অনুমোদনের জন্য বিএসইসিকে ধন্যবাদ জানিয়েছে রবি আজিয়াটা।
এক বিবৃতিতে কোম্পানির চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, “এটি নিঃসন্দেহে রবির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। শেয়ারবাজারের ইতিহাসে সর্ববৃহৎ মূলধনী শেয়ার হিসেবে আমরা তালিকাভুক্ত হতে যাচ্ছি, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের।
“শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার অনুমোদন পাওয়ার মাধ্যমে রবিতে জনগণের অংশীদার হওয়ার সুযোগ তৈরি হলো।”
এ অনুমোদনের সঙ্গে সঙ্গে সরকারের কাছে রবির যে ‘কিছু প্রত্যাশা’ ছিল ‘বিনিয়োগকারীদের স্বার্থে’ তা সদয় বিবেচনার অনুরোধ জানান তিনি।