সিলেটের এক পুলিশ ফাঁড়িতে যুবক রায়হানের অস্বাভাবিক মৃত্যুর রহস্য উদঘাটনে পুনঃময়নাতদন্তের জন্য কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রায়হানের মরদেহ কবর থেকে তোলা হয়। উত্তোলনের পর পুনঃময়নাতদন্তের জন্য সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
এর আগে, পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে পুনরায় ময়নাতদন্তের অনুমতি দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। আর এ মামলার তদন্ত শুরু করেছে পিবিআই। এরইমধ্যে বন্দর বাজার ফাঁড়ি পরিদর্শন ও রায়হানের বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছে পিবিআইয়ের তদন্ত দল।
এ ঘটনায় ওই ফাঁড়ির চার পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত চার পুলিশ সদস্য হলেন – ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়া, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তৌহিদ মিয়া, কনস্টেবল টিটু চন্দ্র দাশ ও হারুনুর রশীদ।
এছাড়া যে তিন জনকে প্রত্যাহার করা হয়েছে তারা হলেন – এএসআই আশীক এলাহী, এএসআই কুতুব আলী ও কনস্টেবল সজীব হোসেন।
এদিকে, রায়হান হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশসহ বিভিন্ন আন্দোলন কর্মসূচি চলছে সিলেটে।