পুরুষ সঙ্গী ছাড়াই ওমরাহ করতে পারবেন নারীরা
পবিত্র ওমরাহ পালন করতে ১৮ বছরের বেশি বয়সী নারীদের সঙ্গে পুরুষ সঙ্গী থাকার বাধ্যবাধকতা শিগগিরই তুলে দেওয়া হবে বলে জানিয়েছে সৌদি আরব। তবে হজের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে।
সম্প্রতি সৌদি আরবের জাতীয় হজ ও ওমরাহ কমিটির ডেপুটি চেয়ারম্যান আবদুল্লাহ আল কাদি এ ঘোষণা দেন।
আবদুল্লাহ আল কাদির বরাত দিয়ে সংবাদমাধ্যম গালফ নিউজের খবরে বলা হয়, এখন থেকে কোনো ট্রাভেল এজেন্টের সহায়তা ছাড়াই মাকাম ওয়েবসাইটের মাধ্যমে সহজে ওমরাহ ভিসা পাওয়া যাবে। এই ভিসার মেয়াদ হবে ৩০ দিন।
এছাড়া নতুন ভিসার নিয়ম অনুযায়ী, ওমরাহ ভিসা নিয়ে সৌদি আরবের যেকোনো স্থানে ভ্রমণ করা যাবে। এর আগে এই ভিসায় শুধু মক্কা ও মদিনায় অবস্থান করা যেত। পাশাপাশি ভ্রমণ ভিসাতেও ওমরাহ পালন করা যাবে।
আবদুল্লাহ আল কাদি আরও জানান, সৌদি আরবে খুব শিগগিরই ‘হোস্ট ভিসা’ চালু করতে যাচ্ছে। এর মাধ্যমে দেশটির নাগরিক ও বাসিন্দারা বিদেশি নাগরিকদের সৌদিতে ৯০ দিন অবস্থানের জন্য স্পন্সর করতে পারবে।