আন্তর্জাতিক

পুরো বিশ্বে সংকটের মুখে ইসলাম ধর্ম: ফরাসি প্রেসিডেন্ট

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আজ (২ অক্টোবর) বলেছেন, ‘পুরো বিশ্বেই আজ সংকটের মুখে রয়েছে ইসলাম ধর্ম’। ফ্রান্সে ইসলামিক ‘চরমপন্থার’ বিরুদ্ধে লড়াইয়ের বিষয়ে বলতে গিয়ে ম্যাক্রোঁ এমন মন্তব্য করেন।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘চরম কঠোর’ অবস্থানের কারণে সংকটে পড়েছে ইসলাম ধর্ম। ফ্রান্সে সেক্যুলারিজমকে শক্তিশালী করতে তার সরকার এ বছরই একটি খসড়া আইন পেশ করবে বলেও জানান তিনি। ম্যাক্রোঁর ভাষায়, দেশটিতে ‘ইসলামিস্ট সেপারেটিজম’ মোকাবিলায় এই পদক্ষেপ নেয়া হচ্ছে।

ম্যাক্রোঁ আরও বলেন, সেকুলারিজম হচ্ছে ঐক্যবদ্ধ ফ্রান্সের সিমেন্ট। তবে সব মুসলিম ধর্মাবলম্বী নিয়ে এ ধরনের স্টিগমা কাজ করে। সবাইকে তাদের ধর্ম বিশ্বাস বেছে নেয়ার অনুমতি দেয়া হয়েছে। তবে স্কুল বা সরকারি চাকরিতে ধর্মীয় কোনো চিহ্ন বহনের ক্ষেত্রে নিষেধ করা হয়েছে।

তিনি বলেন, পুরো বিশ্বেই আজ সংকটের মুখে রয়েছে ইসলাম ধর্ম, শুধু আমাদের দেশেই এটা দেখা যাচ্ছে না। ম্যাক্রোঁ বলেছেন, ফ্রান্সে ক্রমবর্ধমান ইসলামী চরমপন্থা ঠেকাতে এবং ‘একসঙ্গে বাস করার ক্ষমতা’ বৃদ্ধির লক্ষ্যে ১৯০৫ সালের একটি আইনে পরিবর্তন আনা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + four =

Back to top button