Lead News

পুরো ভারতে এখনই এনআরসি নয়

পুরো ভারতে এখনই এনআরসি তৈরির কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই আজ মঙ্গলবার লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে এ কথা জানান।

ভারতীয় সংবাদমাধ্যম পুনে মিরর এক প্রতিবেদনে জানিয়েছে, এনআরসি নিয়ে দেশজুড়ে চলমান আন্দোলনের মুখে কেন্দ্রীয় সরকার এ কথা জানাল।

নিত্যানন্দ রাই বলেন, ‘এখন পর্যন্ত, কেন্দ্রীয় সরকার ভারতে জাতীয় পর্যায়ে এনআরসি তৈরির কোনো সিদ্ধান্ত নেয়নি।’

গত ২২ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন, ২০১৪ সালে সরকার গঠন করার পর থেকে এনআরসি নিয়ে বিজেপি সরকার কোনো আলোচনাই করেনি। এনআরসি নিয়ে সংসদ কিংবা মন্ত্রিসভার বৈঠকেও কোনো আলোচনা হয়নি।

নতুন লোকসভা গঠনের পরপরই ২০১৯ সালের ২০ জুন সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেছিলেন, মোদি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 1 =

Back to top button