নগরজীবন

পুলিশকে চড়-থাপ্পর মেরে আসামিকে ছাড়িয়ে নিলেন ইউপি চেয়ারম্যান

পুলিশকে চড়-থাপ্পর মেরে নিজের আসামি ভাইকে ছাড়িয়ে নিয়েছেন শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ইয়াছিন হাওলাদার। সোমবার বিকালে শৌলপাড়ায় এ ঘটনা ঘটে। 

এই ঘটনায় তদন্ত কর্মকর্তা এসআই ফারুক আহম্মেদ বাদী হয়ে মঙ্গলবার সকালে পালং মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় শৌলপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ইয়াছিন হাওলাদার এবং তার ভাই মোজাম্মেল হাওলাদারসহ সাত জনকে আসামি করা হয়েছে। 

পালং মডেল থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের মৃত গণি হাওলাদারের স্ত্রী করিমন নেছার দায়ের করা একটি মারধরের অভিযোগ তদন্তের দায়িত্ব পান চিকন্দী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক আহমেদ। সোমবার বিকালে অভিযোগটি তদন্তের জন্য তিনি শৌলপাড়া এলাকায় যান। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান ইয়াছিন হাওলাদারের ভাই মোজাম্মেল হাওলাদার তদন্ত কর্মকর্তার সামনেই অভিযোগকারি করিমন নেছাকে মারধর করেন। তদন্ত কর্মকর্তা ফারুক আহমেদ তাৎক্ষণিকভাবে মোজাম্মেল হাওলাদারকে আটক করলে ইউপি চেয়ারম্যান ইয়াছিন হাওলাদার তার ভাইকে ছেড়ে দিতে বলেন। কিন্তু ছাড়তে রাজি না হওয়ায় কথা কাটাকাটির এক পর্যায়ে চেয়ারম্যান ইয়াছিন হাওলাদার তদন্ত কর্মকর্তাকে থাপ্পর মারেন এবং ভাইকে ছাড়িয়ে নিয়ে চলে যান। ঘটনার পর থেকে দুজনেই আত্মগোপনে আছেন।

চিকন্দী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক আহমেদ বলেন, স্থানীয়দের থেকে তথ্য সংগ্রহের সময় আমার উপস্থিতিতেই চেয়ারম্যানের ভাই বাদীকে মারধর করে। আমি তাৎক্ষণিকভাবে চেয়ারম্যানের ভাইকে আটক করলে চেয়ারম্যান আমার সঙ্গে ধস্তাধস্তি করে এবং চর-থাপ্পড় মেরে আসামিকে পালিয়ে যেতে সহায়তা করে।’

পালং মডেল থানার অফিসার ইনচার্জ মো. আসলাম উদ্দিন বলেন, ‘বিষয়টি তদন্ত করতে গেলে চেয়ারম্যান ও তার ভাইয়েরা মিলে তদন্ত কর্মকর্তার গায়ে হাত দিয়ে সরকারি কাজে বাধা প্রদান করেন। এই ঘটনায় মামলা দায়ের হয়েছে। হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 4 =

Back to top button