দেশবাংলাশিল্প ও বাণিজ্য
পূর্বঘোষনা ছাড়াই বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করলো ভারত
কোনরকম পূর্বঘোষণা ছাড়াই বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত। এতে বিপাকে পড়েছেন পেঁয়াজ আমদানিকারকরা।
ভারতীয় সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অশোক মন্ডল জানান, সম্প্রতি ভারতে অতি বৃষ্টি ও বন্যা হওয়ায় পেঁয়াজের উৎপাদন ব্যাহত হয়েছে। যার কারণে পেঁয়াজের সরবরাহ কমায় ভারতের বাজারেই পেঁয়াজের দাম বাড়ছে।
এ অবস্থায় পেঁয়াজের মূল্যবৃদ্ধি রুখতে বাংলাদেশে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধ থাকবে। একই সঙ্গে পেঁয়াজ আমদানির জন্য যেসব এলসি খোলা রয়েছে এবং টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে সেগুলোর বিপরীতেও কোনও পেঁয়াজ রপ্তানি হবে না বলে জানানো হয়।