Lead Newsকূটনীতিশিল্প ও বাণিজ্য
পেঁয়াজ রপ্তানিতে বাধা দূর করতে ভারতের প্রতি আহ্বান
দেশে পেঁয়াজের আমদানি নিরবচ্ছিন্ন রাখতে যত তাড়াতাড়ি সম্ভব রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ভারত সরকারকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মঙ্গলবার জানান, বাংলাদেশ শিগগিরই এ বিষয়ে একটি ইতিবাচক ফলের অপেক্ষায় রয়েছে।
তাঁর মতে, নিষেধাজ্ঞার বিষয়টি জানার পরপরই বাংলাদেশ নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে বিষয়টি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে উত্থাপন করেছে।
শাহরিয়ার বলেন, এই ধরনের নিষেধাজ্ঞার যে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে ভারত বাংলাদেশকে আগেই জানিয়ে দেবে এমন একটি অলিখিত বোঝাপড়া রয়েছে।