প্যারিস ফ্যাশন উইকের মঞ্চেও করোনার প্রভাব
সপ্তাহের শুরুর দিকে ফ্যাশন উইকের একটি শোতে বিভিন্ন ধরণের পোশাকের সঙ্গে মেলানো মাস্কের ব্যবহার দেখা গেছে।
ফরাসি পোশাক ডিজাইনার ম্যারিন সেরে এই ডিজাইনগুলো করেছেন। তার ফ্যাশন হাউজের পক্ষ থেকে এগুলোকে ‘অ্যান্টি-পলিউশন মাস্কস’ বা দূষণ প্রতিরোধী মাস্ক বলা হয়েছে।
তবে এই ডিজাইনগুলো ম্যারিন করোনা প্রদুর্ভাবের আগেই করেছেন। এবং এধরনের ডিজাইন তিনি এর আগেও করেছেন।
২০২০ এর বসন্ত ও গরমের সংগ্রহের ওপর গত সেপ্টেম্বরে তার একটি শো অনুষ্ঠিত হয়েছিল। সেই শোতেও তিনি বিভিন্নরকম মুখের পর্দা ও ফেসমাস্ক ব্যবহার করেছিলেন।
সেরের ডিজাইন করা কিছু পোশাকে বিভিন্ন ধরনের মুখ ঢাকা কাপড়ের ব্যবহার দেখা গেছে। পোশাকটিই এমনভাবে তৈরি যে তা চোখ বাদ দিয়ে সম্পূর্ণ মাথা ও মুখ ঢেকে রাখবে। সঙ্গে বিচিত্র গয়নার ব্যবহার ডিজাইনে যোগ করেছে ভিন্নমাত্রা।
প্যারিস ফ্যাশন উইকে শুধু সেরের ডিজাইনেই নয়, ফেসমাস্ক দেখা গেছে দর্শকসারিতেও।
ড্রায়েস ভ্যান নোটেনের শরৎ ও শীতকালীন পোশাকের ফ্যাশন শোতেও দর্শনার্থীদের ফেস মাস্ক পরে আসতে দেখা গেছে।