প্রতিবন্ধীদের জন্য ‘সুবর্ণ ভবন’; কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আগামীকাল বৃহস্পতিবার মিরপুরের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন চত্ত্বরে নির্মিত ১৫ তলাবিশিষ্ট জাতীয় প্রতিবন্ধী কমপ্লেক্স ‘সুবর্ণ ভবন’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী এই ভবনের উদ্বোধন করবেন বলে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ জানিয়েছেন। খবর ইউএনবি নিউজ।
মন্ত্রী বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, চিকিৎসা, প্রশিক্ষণ, পুনর্বাসন ও আবাসিক সুবিধা প্রদানসহ ভবনটিতে একসাথে ৩০০ ছেলে ও ৩০০ মেয়ে প্রতিবন্ধীর থাকার ব্যবস্থা রয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে ২৮তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস (আইডিপিডব্লিউডি) ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে মঙ্গলবার সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এসব কথা বলেন।
‘অভিগম্য আগামীর পথে’ প্রতিপাদ্য সামনে নিয়ে দিবসটি পালন করবে আইডিপিডব্লিউডি।
মন্ত্রী বলেন, ১০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ ভবনটিতে প্রতিবন্ধীরা আট ধরনের সেবা পাবেন।
সরকার ১২ ধরনের প্রতিবন্ধী নিয়ে কাজ করছে জানিয়ে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, বর্তমানে দেশে ১৬ লাখ ৭৯ হাজার প্রতিবন্ধী রয়েছে। ২০১৮-১৯ অর্থবছর থেকে প্রায় শতভাগ প্রতিবন্ধীদের ভাতার আওতায় আনা হয়েছে। তাদেরকে প্রতি মাসে ৭৫০ টাকা করে ভাতা দেয়া হচ্ছে। পাশাপাশি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ৭০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত উপবৃত্তি দেয়া হয়। বছরে এক লাখ প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী এই সুবিধা পেয়ে থাকে।
তিনি বলেন, সাভারে আন্তর্জাতিকমানের একটি বহুমুখী ক্রীড়া কমপ্লেক্স নির্মাণে ১২.১ একর জমি বরাদ্দ দেয়া হয়েছে। ক্রীড়া কমপ্লেক্সে দুইটি বেসমেন্টসহ ১১তলা একাডেমিক ভবন, জিমনিশিয়াম, সুইমিংপুল, ফুটবল ও ক্রিকেট মাঠ, মসজিদ, ৬ তলাবিশিষ্ট ডরমেটরি ভবন, ৬ তলাবিশিষ্ট আবাসিক ভবন, অভ্যন্তরীণ রাস্তাসহ বিভিন্ন সুবিধা থাকবে। শিগগিরই প্রায় ৪৪৯ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়নের কাজ শুরু হবে।