আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
বুধবার দুপুর ১টার দিকে দুই দেশের সরকার প্রধান টেলিফোনে প্রায় ১৫ মিনিট কথা বলেন। পরে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
তিনি বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন। তাদের মধ্যে প্রায় ১৫ মিনিট কথপোকথন হয়। ফোনালাপের শুরুতে দুই দেশের সরকার প্রধান নিজেদের মধ্যে কুশল বিনিময় করেন।
এরপর ইমরান খান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বাংলাদেশ সরকার নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় কী কী উদ্যোগ গ্রহণ করেছে সেটি সম্পর্কে জানতে চান।
এর জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস মোকাবেলায় এবং আক্রান্ত রোগীদের চিকিৎসায় বাংলাদেশ সরকারের গৃহীত উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
এরপর ইমরান খান বাংলাদেশের বর্তমান বন্যা পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জানতে চাইলে তিনি দেশের সার্বিক বন্যা পরিস্থিতি সম্পর্কে পাক প্রধানমন্ত্রীকে অবহিত করেন।