Lead Newsআন্তর্জাতিককরোনাভাইরাস

প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্পেনে ভিন্নধর্মী বিক্ষোভ

করোনাভাইরাসের নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ এনে স্পেনের প্রধানমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে ভিন্নধর্মী বিক্ষোভ করেছে দেশটির হাজারো মানুষ।

শনিবার রাজধানী মাদ্রিদের রাস্তায় বিক্ষোভ করতে হাজারো মানুষ গাড়ি নিয়ে নেমে আসেন। এ বিক্ষোভের নেতৃত্বে ছিলেন দেশটির কট্টর ডানপন্থী ভক্স পার্টি।

বিক্ষোভের সময় গাড়িতে থেকেই দলীয় পতাকা প্রদর্শন ও হর্ন বাজিয়ে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও উপ-প্রধানমন্ত্রী পাবলো ইগলিসিয়াসের পদত্যাগ দাবি করেন তারা। তবে গাড়ির বাইরে বের হননি কেউ।

মাদ্রিদ ও বার্সেলোনায় করোনার প্রাদুর্ভাব এখনও না কমায় এই দুই জায়গায় লকডাউন অব্যাহত রয়েছে। টুইটারে দেয়া এক বিবৃতিতে ভক্স পার্টি বলে, রাষ্ট্রীয় অবিচার অবসানের সময় এসেছে। সরকারের বিরুদ্ধে মানুষের বেকারত্ব এবং দুর্দশা নিয়ে আওয়াজ তোলার এটাই উপযুক্ত সময়।

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় দেশে অসংখ্য মানুষ দীর্ঘদিনের লকডাউনের কবলে পড়ে কর্মহীন হয়ে পড়েছেন বলে অভিযোগ করেছে ভক্স পার্টি। এই অভিযোগ এনে সরকারের প্রধানমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রীকে শিগগিরই পদত্যাগের দাবি জানিয়েছে তারা। সূত্রআল জাজিরা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 6 =

Back to top button