Lead Newsপ্রবাস

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর ট্যাক্স বসাচ্ছে কুয়েত

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর ট্যাক্স আরোপের দাবি জানিয়েছেন মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের এক সংসদ সদস্য।

দেশটির সিনিয়র সাংসদ ও পার্লামেন্টের মানব সম্পদ কমিটির প্রধান খলিল আল সালেহ প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর ট্যাক্স আরোপের দাবি জানিয়েছেন এরই মধ্যে পার্লামেন্টে একটি খসরা বিল প্রস্তাব করেছেন।

ওই সাংসদের বরাত দিয়ে সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, প্রবাসীদের রেমিট্যান্সের ওপর ট্যাক্স আরোপের ফলে দেশটির অর্থনীতির আরো বহুমাত্রিক উন্নতি ঘটবে।

কুয়েতের কেন্দ্রিয় ব্যাংকের বরাত দিয়ে খলিল আল সালেহ জানান, কুয়েত থেকে প্রতি বছর প্রবাসীরা প্রায় ৪ দশমিক ২ বিলিয়ন দিনার রেমিট্যান্স হিসাবে নিজ নিজ দেশে পাঠায়।

এদিকে প্রস্তাবিত আইনটি নিয়ে এরই মধ্যে বিতর্ক উঠেছে- এটা আসলে কতটা যৌক্তিক তা নিয়ে। আর্থিক বিনিয়োগ প্রতিষ্ঠান কুয়েত ফিন্যান্সিয়াল সেন্টারের একটি সহযোগী গবেষণা সংস্থা বলছে, রেমিট্যান্স ট্যাক্স নিয়ে কুয়েত সরকার যে বিল অনুমোদন করতে যাচ্ছে তা নিয়েছে বিতর্ক উঠেছে। এমনকি এটা বাস্তবায়ন হবে কিনা তাও ভেবে দেখা হচ্ছে।

অবশ্য এরই মধ্যে এই বিল কুয়েতের সংসদীয় কমিটি অনুমোদন দিয়েছে। যেখানে বলা হয়েছে, প্রবাসীদের আয়ের উপর ভিত্তি করেই এই ট্যাক্স নির্ধারণ করা হবে। সে অনুযায়ী, ৯৯ কুয়েতি দিনারে ১ শতাংশ এবং ৫০০ কুয়েতি দিনারে ৫ শতাংশ হারে ট্যাক্স দিতে হবে প্রবাসীদের।

এই ট্যাক্স আরোপিত হলে সেখানে থাকা বাংলাদেশিদেরও টাকা পাঠাতে ওই দেশের সরকারকে অতিরিক্ত ট্যাক্স গুণতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + fifteen =

Back to top button