Lead Newsজাতীয়

প্রবাসী বাংলাদেশিদের সততা ও কঠোর পরিশ্রমের প্রশংসা করলেন মক্কা গভর্নর

প্রবাসী বাংলাদেশিরা সৌদি আরবের উন্নয়নের অংশীদার বাংলাদেশিদের সততা ও পরিশ্রমে সন্তুষ্ট এমনটি বলছিলেন সৌদি রাজপরিবারের প্রভাবশালী সদস্য ও পবিত্র নগরী মক্কা অঞ্চলের গভর্নর প্রিন্স খালেদ বিন ফয়সাল আল সৌদ।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সাথে মক্কার গভর্নর প্যালেসে এক দ্বি-পাক্ষিক বৈঠকে রাজপরিবারের প্রভাবশালী সদস্য এই মন্তব্য করেন।

বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত হিসেবে মক্কার গভর্নরের সাথে এটাই তার প্রথম বৈঠক। এই সময় মক্কার গভর্নর দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সম্পর্কের প্রশংসা করে বন্ধুত্বপূর্ণ দুই দেশ এবং তাদের জনগণের আকাঙ্ক্ষা পূরণে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে সব ধরনের সহযোগিতা আশ্বাস প্রদান করেন ।

এছাড়া বৈঠকে বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে বিদ্যমান চমৎকার কূটনৈতিক সম্পর্ক ও প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশিদের সততা ও পরিশ্রমের ভূয়সী প্রশংসা করে গভর্নর বিদ্যমান সমস্যা সমাধানে রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন।

বৈঠককালে রাষ্ট্রদূত ডক্টর পাটোয়ারী সৌদি সরকার কর্তৃক মহামারি করোনাভাইরাস এর কারণে বৈশ্বিক এই সমস্যায় স্থানীয় সৌদি নাগরিক ও প্রবাসীদের জন্য যুগ উপযোগী সিদ্ধান্ত গ্রহণ, প্রবাসী বাংলাদেশিদের খাদ্য সহায়তা, দুর্যোগের সময় আকামা নবায়নসহ বিভিন্ন বিষয়ে সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের নেতৃত্বের প্রশংসা করেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − two =

Back to top button