বিবিধ

প্রবাসী স্বামীকে নিতে বিমানবন্দরে দুই স্ত্রীর মারামারি (ভিডিও)

কুয়েত থেকে দেশে ফিরে বিপদেই পড়েন স্বামী। তাকে নি‌তে তার দুজন স্ত্রী হাজির হন শাহজালাল বিমানবন্দরে।
কাকে ফেলে কার সা‌থে যাবেন, এই নিয়ে দুই স্ত্রীর ম‌ধ্যে ধাক্কাধা‌ক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। এসময় প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনতে আইনশৃংখলাবা‌হিনীর সদস্যদের হিমি‌শিম খে‌তে হয়।

https://youtu.be/9dAhc3es01U

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার কুয়েতফেরত প্রবাসী মাইনুল বিমানবন্দ‌রে না‌মেন। তার গ্রা‌মের বাড়ি কুমিল্লা দাউদকান্দি। প্রথম স্ত্রী সানজীদাকে ২০১৪ সালে মোবাইলে বিয়ে ও কাবিন করেন। ওই স্ত্রীর একটি সন্তান রয়েছে। পারিবারিকভাবে দ্বিতীয় বিয়ে করেন প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই। এ অবস্থায় মাইনুলকে রিসিভ করতে আসেন তার দুই স্ত্রী।

একপর্যায়ে স্বামীর দখল নিয়ে তারা জড়িয়ে পড়েন বিবাদে। সাংবাদিকরা ওই ব্যক্তির কাছে দুই নারীর পরিচয় জানতে চাইলে তিনি প্রথমে বিষয়টি এড়িয়ে যান।
এক স্ত্রীকে রেখেই অন্য স্ত্রীকে নিয়ে গাড়িতে চেপে গন্তব্য রওনা হওযার সময় আরেক স্ত্রী তা‌কে গা‌ড়ি থে‌কে টে‌নে বের করার চেষ্টা ক‌রেন।

মুহূর্তেই উৎসুক জনতার ভিড়। শেষ পর্যন্ত স্বামী তুমি কার- বিষয়টি মীমাংসার জন্য তিনজনকেই যেতে হয় থানায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =

Back to top button