প্রস্তুতি না থাকায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার বাড়ছে
করোনাভাইরাস মোকাবিলায় প্রস্তুতি না থাকায় দেশে লাফিয়ে লাফিয়ে আক্রান্ত ও মৃত্যুর হার বাড়ছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শুক্রবার সকালে মোহাম্মদপুরে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুব ইসলামের উদ্যোগে চাল, ডাল, আলু, তেল ও মাস্ক বিতরণ করা হয়।
রিজভী বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা মানুষের কাছে যাচ্ছে। সরকারি কোনো ত্রাণ পায়নি, তারপরও মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার হয়রানি করছে সরকার। বিএনপির নেতা-কর্মীদের ওপর দমন-নিপীড়ন চলছে। মানুষ মরুক রাস্তাঘাটে লাশ পড়ে থাকুক তার বাইরে কিছু করা যাবে না এটা সরকারের ভাবনা। সরকার নিজেরাও কিছু করছে না, নিজ দলের লোকদের চুরি ডাকাতের মধ্যে ফেলে দিয়েছে। অন্য কেউ দায়িত্ব পালন করলেও তারা জুলুম-নির্যাতন করছে।’
‘জুলুম-নির্যাতনের ভেতরেও বিএনপির নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে সামর্থ্য অনুযায়ী দাঁড়িয়েছে। রমজান মাসেও বিএনপির নেতাকর্মীদের ত্রাণ তৎপরতা অব্যাহত থাকবে’, বলেন তিনি।
বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘করোনাভাইরাস বাংলাদেশসহ সারা বিশ্বে মহামারি আকার ধারণ করেছে। জনজীবনে আশঙ্কাও ভয়-ভীতি সৃষ্টি করেছে। কিন্তু ভয়কে দূরীভূত করার জন্য পূর্ব থেকে যে প্রস্তুতি নেওয়া দরকার ছিল তা সরকার গ্রহণ করেনি। পৃথিবীর অনেক দেশ ভিয়েতনাম ভুটান সহ অন্যান্য দেশ করাঘাত মোকাবেলা করার জন্য আগাম প্রস্তুতি নিয়েছিল। সে কারণে এসব দেশে মৃত্যুর হারও কম আক্রান্তের হার কম। কিন্তু বাংলাদেশ প্রস্তুতি না থাকায় লাফিয়ে লাফিয়ে আক্রান্ত ও মৃত্যুর হার বাড়ছে ।’
তিনি বলেন, ‘কর্মহীন দিনমজুর মানুষ কোনো উপার্জন করতে পারছেন না। তারা না খেয়ে আছেন। সারা দেশে খাবারের জন্য হাহাকার চলছে। দুর্ভীক্ষের অবস্থা বিরাজ করছে।’
রিজভী বলেন, ‘মহামারি পরিস্থিতি মোকাবিলার জন্য সরকারের কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি। আমরা দেখতে পাচ্ছি ক্ষমতাসীন নেতার বাড়ি থেকে হাজার হাজার বস্তা চাল ডাল পাওয়া যাচ্ছে খাটের নিচ থেকে তেল পাওয়া যাচ্ছে। এটাই কি গরিব মানুষকে সহায়তা করা। মনে হচ্ছে সাধারণ মানুষ মহামারিতে ভীতি ও শঙ্কার মধ্যে আছেন। এটাকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের মধ্যে মহাধুমধাম করে শুরু হয়েছে চাল, ডাল, তেল চুরি।’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, ‘করোনা পরিস্থিতিতে বাংলাদেশে ভয়ঙ্কর রূপ ধারণ করছে। সামনের দিনগুলো কীভাবে যাবে তা বলা মুশকিল। এ কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নিজস্ব যার সামর্থ্য আছে তা থেকে সাধারণ মানুষকে সহযোগিতা করছে। আগামী দিনগুলোতে বিএনপির নেতাকর্মীরা সারা দেশে সহযোগিতা করে যাবে। সকলের পাশে থাকবে।’