প্রায় একযুগ পর দেশের মাটিতে উদযাপিত হবে প্রধানমন্ত্রীর জন্মদিন
স্বল্প পরিসরে হলেও, দীর্ঘ ১১ বছর পর আগামীকাল সোমবার দেশের মাটিতে উদযাপিত হতে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৪তম জন্মদিন । ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ।
২০০৯ সালে প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতায় আসার পর এবারই প্রথম জন্মদিনে ঢাকায় থাকবেন তিনি। করোনাভাইরাস মহামারির কারণে ঢাকায় থাকতে হচ্ছে প্রধানমন্ত্রীকে ।
এর আগে, ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রতি বছরই নিউইয়র্ক শহর বা এর আশেপাশে জন্মদিন কাটিয়েছেন । কারণ প্রতি বছর সেপ্টেম্বরে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ অধিবেশনের বার্ষিক সভায় অংশ নেন তিনি।
তবে এ বছর করোনা মহামারির প্রেক্ষিতে জাতিসংঘের এ সভা বিশ্ব নেতাদের ভার্চুয়ালি যোগদানের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে।
এজন্যই এবারের জন্মদিনে প্রিয়জনদের সাথে দেশের মাটিতে দেখা যাবে মাননীয় প্রধানমন্ত্রীকে ।
জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই দিনে বিকেল ৩টায় আওয়ামী লীগের উদ্যোগে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রধানমন্ত্রীর অনিচ্ছার কারনে তা আর হচ্ছে না ।
এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, করোনাকালে হল ভাড়া করে আমার জন্মদিন পালন করতে হবে না; তাই সরকার প্রধানের অনিচ্ছায় তার জন্মদিনের দিনে বঙ্গবন্ধু এভিনিউতে শুধু দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।