দীর্ঘ ১০ মাস পর লম্বা বিরতি শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলো বাংলাদেশ ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবাল।
রণ বাদ্য বাজিয়ে তৈরি তামিম ইকবাল নেতৃত্বাধীন বাংলাদেশ দল। অভিজ্ঞতা আর নতুনের মিশেলে গড়া হয়েছে দল। অভিষেক হচ্ছে তরুণ পেসার হাসান মাহমুদের। লক্ষ্য পরিষ্কার। যেতে হবে বহুদূর। চোখ ২০২৩ বিশ্বকাপে। তাই উন্ডিজ বধের মধ্য দিয়ে বিশ্বকাপ সুপার লিগের যাত্রা শুরু করতে চায় লাল-সবুজরা।
অবসান হতে যাচ্ছে মাশরাফী বিন মোত্তর্জা যুগের। নতুন নেতৃত্ব তামিমের হাতে। দলের সিনিয়র ক্যাম্পেইনারের নতুন দায়িত্ব। ঘরের মাঠে থাকছে প্রত্যাশার বাড়তি চাপ। তবে সে সবের ধার ধারেননা তামিম। মুখিয়ে আছেন ভালো শুরুর। সঙ্গে দলের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানের ফেরার উপলক্ষ্য তো আছেই।
অন্যদিকে নতুন অস্ত্রের ধারে টাইগারদের ক্ষত-বিক্ষত করার পরিকল্পনা আঁটছে ক্যারিবীয়রা, বিশ্বকাপে খেলতে চায় সরাসরি। ঘোষণাটা দিয়ে রেখেছে আগেই। তাই সিরিজটা কঠিন হবে দুই দলের জন্যই। সে কথা বলা যায় সহজে।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বেলা সাড়ে ১১টায়। এরই মধ্যে ১ উইকেট তুলে নিয়েছে টাইগাররা। খেলা টি সরাসরি সম্প্রচার করছে বিটিভি, টি স্পোর্টস ও নাগরিক টিভি।
বাংলাদেশ দল
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও হাসান মাহমুদ।
ওয়েস্ট ইন্ডিজ দল
জেসন মোহাম্মেদ (অধিনায়ক), সুনীল অ্যামব্রিস, জশুয়া ডি সিলভা, আন্দ্রে ম্যাককার্থি, রুমাহ বোনার, রভম্যান পাওয়েল, কাইল মায়ের্স, জাহমার হ্যামিল্টন, রেমন রেইফার, আলঝারি জোসেফ ও চেমার হোল্ডার।