আন্তর্জাতিক

প্রেমিকার রাজকীয় মর্যাদা আবার ফিরিয়ে দিলেন থাই রাজা

থাইল্যান্ডের রাজা ভাজিরালংকরান তাঁর কথিত প্রেমিকা সিনিনাত ওয়ংভাজিরাপাকদির কাছ থেকে কেড়ে নেওয়া রাজকীয় সম্মাননা ও পদ আবার ফিরিয়ে দিয়েছেন। রাজকীয় সম্মানের অপব্যবহারের অভিযোগে গত বছরের অক্টোবরে তা ছিনিয়ে নেওয়া হয়।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, বুধবার রাজদরবারের এক ফরমানে সিনিনাতকে তাঁর ‘রয়্যাল কনসোর্ট’ মর্যাদা ফিরিয়ে দেওয়ার কথা জানানো হয়েছে।

থাইল্যান্ডে রাজার সঙ্গী বা সহযোগীকে ‘রয়াল কনসোর্ট’ হিসেবে মর্যাদা দেওয়া হয়। তবে এই মর্যাদা পেলেও তিনি রাজার স্ত্রী হিসেবে স্বীকৃতি পান না।

দেশটির গত প্রায় এক শতাব্দীর ইতিহাসে প্রথমবারের মতো ২০১৯ সালের জুলাই মাসে এই মর্যাদা পেয়েছিলেন সিনিনাত। তবে এর কয়েক মাসের মাথায় তা কেড়ে নেওয়া হয়। ওই সময়ে রাজপ্রাসাদের তরফ থেকে জানানো হয়, রানি হওয়ার অন্যায় প্রচেষ্টা আর প্রদত্ত ক্ষমতার অপব্যবহার করেছেন সিনিনাত।

১৯৮৫ সালে জন্ম নেওয়া সিনিনাত থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় এলাকার বাসিন্দা। তৎকালীন যুবরাজ ভাজিরালংকরান-এর সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে নার্স হিসেবে কাজ করেছেন তিনি। পরে রাজার দেহরক্ষী হিসেবেও কাজ করেন। পাইলট ও প্যারাসুট ব্যবহারে দক্ষতা অর্জনের পর যোগ দেন রাজকীয় রক্ষী বাহিনীতে। ২০১৯ সালের শুরুতে তাঁকে মেজর জেনারেল হিসেবে নিয়োগ করা হয়। তারপর ‘রয়াল কনসোর্ট’ হিসেবে নিয়োগ পান সিনিনাত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 8 =

Back to top button