‘প্লেন ভরে’ যাত্রী নিতে পারবে সৌদিগামী ফ্লাইট
সৌদি আরবগামী ফ্লাইটে যাত্রী বহনে আসন ফাঁকা রাখার বাধ্যবাধকতা আগামী ২৪ অক্টোবর পর্যন্ত শিথিল করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আগামী ২৪ অক্টোবর পর্যন্ত ফ্লাইটগুলো প্লেন ভর্তি যাত্রী পরিবহন করতে পারবে।
সৌদি প্রবাসীদের দ্রুততম সময়ের মধ্যে ফেরাতে চলমান সংকট নিরসনে সীমাবদ্ধতা শিথিল করলো বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
আজ রোববার (৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো মফিদুর রহমান একথা জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ থেকে সৌদি আরবে গমনের জন্য অপেক্ষমাণ প্রবাসীদের দুরবস্থা নিরসনে বেবিচকের পক্ষ থেকে প্রতিটি ফ্লাইটে যাত্রী বহনের ক্ষেত্রে আরোপিত সংখ্যার সীমাবদ্ধতা বড় (প্রশস্ত) উড়োজাহাজে সর্বোচ্চ ২৬০ এবং ছোট (অপ্রশস্ত) উড়োজাহাজে ১৪০ যাত্রী নেয়ার শর্ত শিথিল করা হয়েছে। এক্ষেত্রে ঢাকা থেকে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্সের (সাউদিয়া) ফ্লাইটগুলো আগামী ২৪ অক্টোবর পর্যন্ত পূর্ণ ধারণাক্ষমতা অনুযায়ী যাত্রী বহন করতে পারবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যাত্রী বহনের বিষয়টি শিথিল করলেও এক্ষেত্রে স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধির সম্ভাবনাকে কমানোর জন্য বেবিচক যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। বেবিচক আশা করে, স্বাস্থ্যবিধিগুলো আরো কঠোরভাবে প্রতিপালনের মাধ্যমে এ শর্ত সাময়িক শিথিল করার সিদ্ধান্তের সুযোগ গ্রহণ করে এ দুটি এয়ারলাইনস অপেক্ষমাণ যাত্রীদেরকে গন্তব্যে পৌঁছে দিতে সক্ষম হবে।