শিক্ষাঙ্গন

ফল পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে কীভাবে?

দেশের চলতি বছরের মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে আজ রোববার। এ বছর সারাদেশে পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ। তবে প্রকাশিত ফল নিয়ে অনেকেরই অসন্তোষ থাকতে পারে। তারা ফল পুনঃনিরীক্ষার আবেদন করতে পারবেন। আগামীকাল সোমবার থেকেই এ আবেদন করা যাবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি সূত্র জানিয়েছে, আগামীকাল ১ জুন থেকে ৭ জুন পর্যন্ত এসএমএসের মাধ্যমে ফল পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে।

যেভাবে আবেদন করতে হবে

রাষ্ট্রীয় মোবাইল কোম্পানি টেলিটক নম্বর থেকে এ আবেদন করতে হবে। প্রথমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC লিকে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখতে হবে। এর পর স্পেস দিয়ে রোল নম্বর এবং আরেকটি স্পেস দিয়ে সংশ্লিষ্ট সাবজেক্টের বিষয় কোড লিখে পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।

একই এসএমএসে একাধিক বিষয়ের জন্যও আবেদন করা যাবে। সেক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোড পর্যায়ক্রমে লিখতে হবে।

এর পর ফিরতি এসএমএসে ফল পুনঃনিরীক্ষার জন্য কত ফি লাগবে তা জানিয়ে দেওয়া হবে। সেইসঙ্গে একটি পিন নম্বরও (পার্সোনাল আইডেন্টিফিকেশন নম্বর) দেয়া হবে। ফি দিতে রাজি থাকলে RSC লিখে স্পেস দিয়ে YES লিখতে হবে। এর পর আরেকটি স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর লিখে তা ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

প্রতিটি বিষয় ও প্রতি পত্রের জন্য ১২৫ টাকা হারে চার্জ কাটা হবে। অর্থাৎ কোনো বিষয়ের প্রথম ও দ্বিতীয় পত্রের ফল পুনঃনিরীক্ষার আবেদন করলে মোট ২৫০ টাকা ফি দিতে হবে।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চলতি বছরের এসএসসি ও সমমানের ফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বছর দেশে সার্বিক পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 6 =

Back to top button