ফিফার তালিকায় ১১ জন সেরা খেলোয়াড়
‘ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডে’র জন্য ১১ জনের প্রাথমিক তালিকা প্রকাশ করা হলো। সোমবার রাতে প্রকাশিত ওই তালিকায় প্রত্যাশিতভাবেই আছেন আর্জেন্টিনাকে কোপা আমেরিকার শিরোপা জেতানো লিওনেল মেসি। খুব স্বাভাবিকভাবে লড়াইয়ে আছেন তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো।
তাদের সঙ্গে সেরা একাদশে জায়গা করে নিয়েছেন এই প্রজন্মের আরেক সেরা ফুটবলার নেইমার জুনিয়র। কাল রাতে ২০২১ সালের ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ নির্বাচনের লক্ষ্যে এই তালিকা প্রকাশ করে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা। তালিকায় আছেন পরিচিত আরো অনেক মুখ।
লড়াইয়ে আছেন উয়েফার বর্ষসেরার খেতাব জেতা জর্জিনহো। গেল মৌসুমে চেলসির উয়েফা চ্যাম্পিয়নস লিগ এবং ইতালির ইউরো চ্যাম্পিয়নশিপে জয়ে অবদান রাখার সুবাদে তালিকায় আছে তার নাম। এ ছাড়া সেরা ১১ জনের দৌড়ে আছেন রবার্ট লেভানডফস্কি, কিলিয়ান এমবাপ্পে ও করিম বেনজেমা।
সেরা ফুটবলার নির্বাচনে ২০২০ সালের ৮ অক্টোবর থেকে ২০২১ সালের ৭ আগস্ট পর্যন্ত খেলোয়াড়দের পারফরম্যান্স ও দলীয় সাফল্য বিবেচনা করা হবে। এই সময়ে আলোচিত ফুটবলারদের নিয়ে ১১ জনের তালিকা প্রকাশ করেছে ফিফার একটি বিশেষজ্ঞ প্যানেল। একই দিনে মেয়েদের ১৩ জনের প্রাথমিক তালিকা দিয়েছেন তারা।
পছন্দের ফুটবলারকে বেছে নিতে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত ভোট দিতে পারবেন ফুটবলপ্রেমীরা। আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে তিন জনের তালিকা প্রকাশ করা হবে। তবে বর্ষসেরার পুরস্কারে জমকালো কোনো আয়োজন থাকছে না। আগামী ১৭ জানুয়ারি ভার্চুয়াল অনুষ্ঠানে এ বছরের সেরা ফুটবলারের নাম ঘোষণা করা হবে।
ফিফার বর্ষসেরার দৌড়ে থাকা ১১ জন ফুটবলার: লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার জুনিয়ল, করিম বেনজেমা, কেভিন ডি ব্রুইনে, আর্লিং হাল্যান্ড, জর্জিনহো, এনগোলো কান্তে, মোহাম্মদ সালাহ, রবার্ট লেভানডফস্কি, কিলিয়ান এমবাপ্পে।