ফিলিস্তিনিদের ওপর সহিংসতা বন্ধে সাবেক ইসরাইলি সৈন্যদের আহ্বান
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে ইসরাইলের প্রতিরক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়ের কাছে আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক এক শ’ সৈন্য।
সম্প্রতি প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ ও অভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রী ওমের বার-লাভের কাছে পাঠানো চিঠিতে তারা এই আহ্বান জানান বলে ইসরাইলি আর্মি রেডিওর বরাত দিয়ে বুধবার খবর জানায় তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।
ইসরাইলের বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালন শেষ করা এই সাবেক সৈন্যরা চিঠিতে বলেন, ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতা প্রতিরোধের ভার এখন গান্টজ ও বার-লেভের হাতে রয়েছে।
চিঠিতে তারা পশ্চিম তীরে তাদের দায়িত্ব পালনের অভিজ্ঞতার কথা বর্ণনা করেন।
সাবেক সৈন্যরা তাদের চিঠিতে বলেন, ‘আমরা হচ্ছি ওই সব সৈনিক যারা ফিলিস্তিনিদের অঞ্চলে দায়িত্ব পালন করেছি, আমরা দেখেছি কিভাবে সহিংসতার ঘটনা ঘটে।’
চিঠিতে বলা হয়, ‘আমাদেরকে পাঠানো হয়েছে তাদের (ইহুদি বসতি স্থাপনকারী) রক্ষায় পাঠানো হয়েছিল, কিন্তু তাদের রক্ষা করায় আমাদের কোনো প্রয়োজনীয়তা নেই।’
চিঠিতে বলা হয়, ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতা সম্প্রতি চরমভাবে বাড়ছে। ইহুদি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের ব্যক্তিগত সম্পত্তি নষ্ট করছে ও পাথর ছুড়ছে, ফিলিস্তিনিদের শারীরিকভাবে হেনস্থা করছে। এছাড়া মানবাধিকারকর্মী ও ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালাচ্ছে বলে চিঠিতে জানানো হয়।
ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুসারে, ২০২০ সালে ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীরা ৩৭০টির মতো সহিংসতার ঘটনা ঘটিয়েছেন। এসব সহিংসতার ৪২টির মতো ঘটনা সংগঠিত হয়েছে ইসরাইলি পুলিশ ও সেনাবাহিনীর বিরুদ্ধে।
ইসরাইলি ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের ধারণা অনুসারে বর্তমানে সাড়ে ছয় লাখের মতো ইহুদি বসতি স্থাপনকারী পশ্চিম তীরে ও জেরুসালেমে বাস করছেন। তারা ১৬৪ বসতি ও ১১৬ উপনিবেশে বাস করেন।
আন্তর্জাতিক আইন অনুসারে, ইসরাইল অধিকৃত ফিলিস্তিনিদের ভূখণ্ডে সকল ইহুদি বসতি অবৈধভাবে নির্মাণ করা হয়েছে।
সূত্র : মুসলিম মিরর