ফিলিস্তিনের পশ্চিম তীরে আরও ৩ হাজার বাড়ি নির্মানে ইসরাইলের অনুমোদন
ফিলিস্তিনের পশ্চিম তীরে প্রায় ৩ হাজার বাড়ি নির্মানের অনুমোদন দিয়েছে ইসরাইল। এ ধরণের বসতি স্থাপনের বিরুদ্ধে এখন পর্যন্ত সবথেকে কঠিন নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর একদিন পরেই এই বাড়ি নির্মানের অনুমোদন দিলো ইসরাইল।
যুক্তরাষ্ট্রে বাইডেন প্রশাসন দায়িত্ব গ্রহণ করার পর এটিই ইসরাইলের সবথেকে বড় বসতি স্থাপনের ঘোষণা। এই পরিকল্পনার অনুমোদন দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কমিটি। এ ধরণের বসতির বিরুদ্ধে সক্রিয়ভাবে কাজ করছে পিস নাউ নামের একটি সংগঠন।তারাও অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছে।
সমালোচকরা বলছেন, ইসরাইলের এরকম বসতি স্থাপন সেখানে দু রাষ্ট্র সমাধানকে অসম্ভব করে তুলছে।
এদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইসরাইলের এমন আচরণের বিরুদ্ধে দাঁড়াবার আহ্বান জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের সাবেক ট্রাম্প প্রশাসন ইসরাইলের এমন বসতি স্থাপন নিয়ে নিন্দা করা বন্ধ করেছিল। এতে করে ২০২০ সালেই ১২ হাজারের বেশি ইসরাইলি বসতি স্থাপনের পরিকল্পনা করেছিল দেশটি। এটি ছিল গত এক দশকের মধ্যে সর্বোচ্চ।
যদিও ইসরাইলের নতুন এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে ইউরোপ ও যুক্তরাষ্ট্র। এর একদিন আগেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করেছিলেন।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসরাইলের এমন আচরণে তারা গভীরভাবে উদ্বিগ্ন। মুখপাত্র নেড প্রাইস বলেন, ইসরাইলের এমন বসতি স্থাপনের তীব্র বিরোধী যুক্তরাষ্ট্র। সেখানে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ও শান্তি স্থাপন চেষ্টাকে ব্যহত করছে এমন আচরন। যদিও ফিলিস্তিনি কর্মকর্তা সাবরি সাইদাম অভিযোগ করেছেন, ইসরাইলের আচরণ নিয়ে বাইডেন প্রশাসন নিরব ভূমিকা পালন করছে।