Breakingআন্তর্জাতিক
ফিলিস্তিনে আহতদের সাহায্যে মিসরের ১০ অ্যাম্বুলেন্স
ইসরাইলি বিমান হামলায় বিধ্বস্ত অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় আহতদের সাহায্যের জন্য ১০টি অ্যাম্বুলেন্স পাঠিয়েছে মিসর। শনিবার গাজার নিরাপত্তা ও হাসপাতাল সূত্রের বরাত দিয়ে এই খবর জানায় বার্তা সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়, মিসর-গাজা সীমান্তের রাফাহ ক্রসিং দিয়ে এই অ্যাম্বুলেন্সগুলো প্রবেশ করেছে। ইসরাইলের বিমান হামলায় আহতদের চিকিৎসার জন্য মিসরের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাচ্ছে এই অ্যাম্বুলেন্সগুলো।
সোমবার থেকে গাজায় শুরু হওয়া ইসরাইলি বিমান হামলায় শনিবার পর্যন্ত ৪০ শিশুসহ মোট ১৩৯ জন নিহত হয়েছেন। অপরদিকে হামলায় আহত হয়েছেন আরো নয় শ’ ৫০ জন।
সূত্র : আলজাজিরা