একের পর এক আরব রাষ্ট্রের সাথে সম্পর্ক স্বাভাবিক করার পর এবার বিভিন্ন অনারব দেশের দিকে মনোযোগ দিয়েছে ইসরায়েল। তারই ধারাবাহিকতায় সম্পর্ক তৈরি করা হয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভুটানের সঙ্গে। গুঞ্জন উঠেছিল, সম্পর্ক তৈরি হবে পাকিস্তানের সঙ্গেও। তবে পরবর্তীতে সেটা নাকচ করা হয়েছে দু’পক্ষ থেকেই। এবার ইসরায়েলের সাথে সম্পর্ক গড়ার ব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করলো বাংলাদেশ।
এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তার বরাত দিয়েছে বার্তা সংস্থাটি লিখেছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ার ক্ষেত্রে কোনো আগ্রহ নেই বাংলাদেশের। তবে হ্যাঁ, যদি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হয় তাহলে সম্পর্ক গড়তে কোনো আপত্তি নেই। ফিলিস্তিনিদের পাশে থাকার ব্যাপারে বাংলাদেশ অঙ্গীকারাবদ্ধ।
বাংলাদেশের এই অনাগ্রহ নতুন কিছু নয়। ইসরায়েলের সঙ্গে সম্পর্কের ব্যাপারে আগেও নেতিবাচক এই অবস্থান স্পষ্ট করা হয়েছে।
গত সেপ্টেম্বরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের জন্য সোচ্চার ছিলেন তিনি। এ ব্যাপারে আমরা এখনো বঙ্গবন্ধুর দেখানো সেই অবস্থান করছি।