‘ফুড ফর হাঙ্গরি অ্যানিমেলস’
‘ফুড ফর হাঙ্গরি অ্যানিমেলস’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে অভুক্ত কুকুর-বিড়ালের পাশে দাঁড়িয়েছে তেঁতুলিয়া ইয়াংস্টার কমিউনিটি নামে একটি সংগঠন।
গত ৫ এপ্রিল থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন হাট-বাজারে গিয়ে অভুক্ত কুকুর-বিড়ালদের খাবার দেওয়ার কাজ শুরু করে এ সংগঠনটির সদস্যরা।
প্রতিদিন তারা ৫০-৬০টি অভুক্ত কুকুর-বিড়ালকে খাবার দিয়ে আসছেন। এ যাত্রার শুভ উদ্বোধন ও প্রণোদনা দিয়ে সহযোগিতা করেন তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু।
সংগঠনটির এ উদ্যোগকে উৎসাহিত ও সাধুবাদ জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুদুল হক।
সংগঠন সূত্রে জানা যায়, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে মাস জুড়ে চলছে লকডাউন। বন্ধ হোটেল-রেস্তোরাঁ ও দোকানপাট। ঘরবন্দি হয়ে পড়েছে মানুষ। এতে করে সংকটে থাকা মানুষের পাশাপাশি খাদ্য সংকটে পড়েছে কুকুর-বিড়ালের মতো প্রাণীকুল। এসব খাদ্য সংকটে থাকা অভুক্ত প্রাণীদের পাশে দাঁড়িয়ে ২১ দিন ধরে খাদ্য সরবরাহ করে চলেছে তারা।
সংগঠনটির সভাপতি সাংবাদিক এস. কে দোয়েল জানান, হাটবাজারের হোটেল-রেস্তোরাঁ বা খাবারের দোকানের উচ্ছিষ্ট খাবার খেয়ে বেঁচে থাকা কুকুর বিড়ালেরা করোনা পরিস্থিতিতে খাদ্য সংকটে পড়েছে। আমরা অভুক্ত থাকা অবলা এসব প্রাণীকে খুঁজে খুঁজে তাদের মুখে রান্না খাবারসহ বিভিন্ন শুকনো খাবার তুলে দিচ্ছি। এ কাজে সহযোদ্ধা হিসেবে কাজ করছেন তেঁতুলিয়া ইয়াংস্টার কমিউনিটির অন্যতম উদ্যোক্তা আহসান হাবীব ও জুলহাস উদ্দীন।
এছাড়াও সংগঠনটি অভুক্ত প্রাণীদের পাশাপাশি মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের খাবার ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে অগোচরে পৌঁছে দিচ্ছেন খাদ্যসামগ্রী।
নিউজঃ বাংলানিউজ২৪.কম