দেশবাংলা

ফুলকন্যা জিনিয়া নারায়ণগঞ্জে উদ্ধার

বাবা নেই, ছোট একটা ভাই আছে। মায়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ফুল বিক্রি করে কনোরকমে বেঁচে থাকার লড়াই। টিএসসিতে প্রায় সময় দেখা যেত মেয়েটিকে তাই অনেকেই চিনতো। কিন্তু সপ্তাহ আগে সেই মেয়েটি হাওয়া। কোনো খোঁজ মিলছিলো না।

মেয়েকে হারিয়ে পাগল হয়ে যান তার মা। অবশেষে ফেসবুকে প্রচারণা ও সংবাদ কর্মীদের তৎপরতার কারণে উদ্ধার করা হয়েছে মেয়েটিকে। তাকে অনেক শিক্ষার্থী ফুলকন্যা নামে ডাকতো।

জানা যায়, ফুচকা খাওয়ানোর লোভ দেখিয়ে তাকে অপহরণ করা হয়। বিভিন্ন স্থানে ঘুরে তাকে নিয়ে যাওয়া হয় নারায়ণগঞ্জে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ফুল বিক্রি করা পথশিশু জিনিয়াকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

এ ঘটনায় এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মিশু বিশ্বাস।

তিনি বলেন, জিনিয়াকে ফুসলিয়ে ও নানা প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়েছিল। কী উদ্দেশে শিশুটিকে নিয়ে গিয়েছিল তা আমরা জানার চেষ্টা করছি।

প্রসঙ্গত, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত থেকে নিখোঁজ হয় জিনিয়া। জিনিয়ার মা সেনুরা বেগম মেয়েকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেই থাকেন। মেয়েকে খুঁজে না পেয়ে তিনি শাহবাগ থানায় একটি জিডি করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 10 =

Back to top button