শিমুলিয়া-কাঁঠালবাড়িতে ফেরি পারাপারের অপেক্ষায় ৫ শতাধিক গাড়ি
কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। পদ্মার পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রচণ্ড স্রোত ও নাব্যতা সংকট আগে থেকেই ছিল এই নৌরুটে।
এর পর নতুন করে পদ্মার ডুবোচরে রো রো ফেরি ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’ আটকা পড়েছে। এতে মঙ্গলবার রাত থেকে ওই নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
এতে পদ্মার দুই পাড়ে পারাপারের অপেক্ষায় রয়েছে ৫ শতাধিক যানবাহন।
বিআইডব্লিইটিসির শিমুলিয়াঘাটের মেরিন ম্যানেজার আহমদ আলী জানান, রাত ৮টার দিকে বিকল্প ড্রেজিং চ্যানেলে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ডুবোচরে আটকে গেলে এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। আটকেপড়া ফেরিতে পাঁচটি যাত্রীবাহী বাস, তিনটি ট্রাক ও ২১টি হালকা পরিবহন ও প্রায় ২৫টি মোটরসাইকেল রয়েছে।
আটকেপড়া ফেরিতে তিন শতাধিক যাত্রী রাতভর দুর্ভোগের শিকার হন। এতে পদ্মার দুই পাড়ে পারাপারের অপেক্ষায় রয়েছে ৫ শতাধিক যানবাহন।
এদিকে ডুবোচরে আটকেপড়া ফেরিটি উদ্ধারের জন্য দুটি উদ্ধারকারী জাহাজ উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।
কাঁঠালবাড়ি ঘাটের ম্যানেজার আবদুল আলীম মিয়া জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে বিকল্প ড্রেজিং চ্যানেলে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ডুবোচরে আটকে আছে।
গত রাত থেকেই এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এতে পদ্মার দুপাড়ে পারাপারের অপেক্ষায় রয়েছে পাঁচ শতাধিক যানবাহন।