খেলাধুলা
ফের রিংয়ে ফিরছেন বক্সার মাইক টাইসন
দীর্ঘ বিরতির পর আবারো রিংয়ে ফিরছেন সর্বকালের অন্যতম সেরা হেভিওয়েট চ্যাম্পিয়ন মাইক টাইসন।
এক প্রতিবেদনে এপি জানিয়েছে, আগামী ১২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ডিগনিটি হেলথ স্পোর্টস পার্কে রয় জোন্স জুনিয়রের সাথে লড়বেন ৫৪ বছর বয়সী টাইসন।
১৯৮৬ সালে মাত্র ২০ বছর বয়সে শিরোপা জিতে ইতিহাসের সবচেয়ে কনিষ্ঠ হেভিওয়েট চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেন টাইসন এবং দীর্ঘ সময়ের জন্য বক্সিংয়ের সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধা ছিলেন তিনি।
তবে নানা বিতর্কের কারণে ২০০৫ সালে বক্সিং থেকে অবসর গ্রহণ করেন তিনি।
রয় জোন্স এবং মাইক টাইসনের মধ্যকার এ লড়াই টাকা দিয়ে দেখা যাবে ট্রিলার নামক যুক্তরাষ্ট্রভিত্তিক এক মিউজিক অ্যাপে।