ফোর্বসের সবচে ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় ৪২তম শেখ হাসিনা
বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিনের ২০২২ সালে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪২তম অবস্থানে আছেন।
একই তালিকায় গতবছর ৪৩তম স্থানে ছিলেন তিনি। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে অধিষ্ঠিত আছেন শেখ হাসিনা।
টানা তৃতীয় মেয়াদে চতুর্থবারের মতো শেখ হাসিনা জয়ী হয়েছেন; তার দল বাংলাদেশ আওয়ামী লীগ ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৮৮টিতে জয়লাভ করেছে।
চূড়ান্ত মেয়াদে প্রধানমন্ত্রী খাদ্য নিরাপত্তা এবং সবার জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রাপ্তিকে ফোকাস করার পরিকল্পনা করেছেন।
এ বছর ফোর্বসের তালিকায় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী হিসেবে উল্লেখ করা হয়েছে। তারপরেই আছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্দ এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।